"যদিও মানছি দূরত্ব
তবুও আছি সংযুক্ত"
সারা দেশের মতো বানিয়াচং উপজেলায়ও ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে। এই দিবস উপলক্ষ্যে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অদিদপ্তর, বানিয়াচং, হবিগঞ্জ। সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা চেয়াম্যান জনাব আবুল কাশেম চৌধুরী। সেমিনারে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় আয়োজন করা হয় উপস্থিত বক্তিতা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। দুপুর ৩টায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS