সরকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও মাঠ প্রশাসনের বিভিন্ন অফিসের কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাব্দিহিতা নিশ্চিত করন ও জনগণের ভোগান্তি লাগবের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নিয়মিত ই-নথি প্রশিক্ষণের আয়োজন করে থাকে। উপজেলা পর্যায়ে এই দায়িত্ব পালন করে উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ২০২০-২০২১ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , উপজলেয়া কার্যালয় বানিয়াচং, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য ই-নথি প্রশিক্ষন আগামী ২৭ ও ২৮ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং, হবিগঞ্জ। কোর্স সমন্বয়ক এবং রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বানিয়াচং, হবিগঞ্জ। গেস্ট রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবু কাউসার, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার। কারিগরি সহায়তা প্রদান করবেন কাউছার আহমেদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস